ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

রংপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

রংপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ। প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসফিয়া ও সুইটি নামে দুই বোন অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নীলফামারীর উত্তরা ইপিজেড মোড়ের একটি ভাড়া বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সুইটি আক্তার (২০) ও তাসফিয়া আক্তার (২৩)। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাবুল হোসেনের মেয়ে। জানা যায়, দুই বোনই উত্তরা ইপিজেডের একটি পোশাক কারখানায় সেকশন সেভেনে কর্মরত ছিলেন এবং কাজের সুবাদে ওই বাসায় বসবাস করতেন।

তাদের বাবা বাবুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের জানান, ইপিজেডে কাজের সুবাদে ওই এলাকার একটি বাসায় কয়েকমাস ধরে আছেন তাসফিয়া ও সুইটি। সকালে অফিস যাওয়ার আগে রান্নার কাজ সারতে গেলে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান পরে সেখান থেকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

আরও পড়ুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত সিনিয়র নার্স শাহিদা আক্তার জানান, গতকাল সকাল ৯টার দিকে আশঙ্কাজনকভাবে দুই বোনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনেরই শরীরের শতভাগ পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাজের সঙ্গে আবারও মন্দিরা

নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আশা ভোঁসলের মৃত্যুর গুজবে চটেছেন শিল্পীর ছেলে আনন্দ

জামায়াতের সুযোগ নেই তবে এনসিপির জন্য দরজা খোলা: সালাহউদ্দিন

সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত