ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শস্যভান্ডার খ্যাত নওগাঁর রাণীনগরে চলতি রোপা-আমন মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ইরি ধান কাটা মাড়াইয়ের পর প্রত্যন্ত জনপদে আবাদ যোগ্য জমিগুলো বৃষ্টির অভাবে পরে ছিলো।

তাই স্থানীয় চাষিরা মাঠ শুকিয়ে থাকার কারণে রোপা-আমন ধান লাগানোর জন্য প্রতি বছরের ন্যায় এবার মাঠে নামতে পারেনি। আষাঢ়ের বৃষ্টি নামার সাথে সাথে উপজেলার ৮ টি ইউনিয়নের মাঠে মাঠে রোপা-আমন ধান লাগানোর জন্য চাষিরা হাল চাষ শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৯শ’ হেক্টর বীজতলা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, আমন ধান কেটে ঘরে তুলে ওই জমিতে আলু, সরিষা আবাদ করবেন এমন লক্ষ্য নিয়ে চাষিরা জমি প্রস্তুত করছে।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের চাষযোগ্য প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্বল্প পরিসরে ধান লাগানো শুরু হয়েছে। আমন ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা মাঠে আলু, সরিষাসহ বিভিন্ন প্রকার রবিশষ্য আবাদের লক্ষ্য নিয়ে আগাম জাতের ধান ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, স্বর্ণা-৫, পাইজামসহ বিভিন্ন জাতের ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে চাষিরা।

আরও পড়ুন

রাণীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯শ’ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকূলে থাকলে ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, গ্রেফতার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ২ লাখ টাকা জরিমানা

স্বৈরাচারের দোসর চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রেজাউল করিম বাদশা

লালমনিরহাটে সড়কের কাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আমন ধান চাষ ব্যাহত