সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক দেলবার হোসেন মহুরি(৫৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দেলবার হোসেন উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর গ্রামের মো. অবের আলীর ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, রাতে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড হয়ে দেলবার হোসেন মহুরি নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টিতে রাস্তার ওপর নুয়ে পড়া একটি ইউক্যালিপটাস গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরে পুলিশ এসে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
আরও পড়ুনমন্তব্য করুন