সমুদ্রে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার
_original_1732456091.jpg)
কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ শিশু শিক্ষার্থীর মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া এলাকার বাসিন্দা মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন প্রকাশ বাবুল (১৩)।
জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত মিঠাপানির ছড়া ফিশিংঘাট সংলগ্ন সাগর উপকূলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পরিবারের সদস্যরা।
আরও পড়ুনগত রবিবার দুপুর ১টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতে সদর ইউপির অন্তর্গত খোনকার পাড়া এলাকার বাসিন্দা মাদ্রাসা পড়ুয়া ১০-১৫ জন শিশু শিক্ষার্থী সৈকতে গোসল করতে নামে। এসময় ৩ শিক্ষার্থী সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এরপর সহযোগী শিশুদের চিৎকারে স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা ১ শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। বাকী ২ শিশু নিখোঁজের ১৫ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সেই ২ শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালিয়েছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে সোমবার ভোরে সদর ইউপির মিঠাপানির ছড়া সংলগ্ন সাগর উপকূলে নিখোঁজ ২ শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। বিষয়টি আমাদের অবিহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভাসমান ২ শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ২ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন