ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে বট-পাকুড়ের বিয়ে

পঞ্চগড়ের আটোয়ারীতে বট-পাকুড়ের বিয়ে। ছবি : দৈনিক করতোয়া

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে বট এবং পাকুড় গাছের বিয়ের ঘটনা ঘটেছে। ব্যতিক্রমধর্মী ওই বিয়ের ঘটনাটি ঘটে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলী (উলারচাপ) গ্রামে। ঝলঝলী উলারচাপ গ্রাম ঠাকুরপূজা উদযাপন কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার সকাল থেকে সনাতন ধর্মীয় শাস্ত্র মতে বটবৃক্ষ (অক্ষয় কুমার রায়) ও পাকুড় গাছ (তিথী রাণী) এর শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শুরু করে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ের সমাপ্তি ঘটে। এতে হিন্দু সম্প্রদায়ের সহস্র্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

বিয়ে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শ্রীপাদ বাসুদেব দাসাধিকারী বলেন, ‘শাস্ত্রে বর্ণিত আছে ধর্মবৃক্ষ বট ও পাকুড়ের বিবাহ দর্শন মাত্রই মঙ্গল’- এজন্য তাদের বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ের অনুষ্ঠানের জন্য বিয়ের কার্ড ছাপিয়ে আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয় এবং নির্ধারিত তারিখে গায়ে হলুদসহ শাস্ত্র মতে সকল আয়োজন করা হয়। গত বুধবার নারায়ণ পূজার মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্রাম ঠাকুরপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রমেশ চন্দ্র বর্মন বলেন, বট-পাকুড়ের বিয়ের অনুষ্ঠানটি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

বিয়ের ঠাকুর নরেন্দ্র নাথ দাসাধিকারী বলেন, পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। তাই শাস্ত্রীয় নিয়ম-কানুন মেনে ঘটা করে এ বিয়ের আয়োজন করা হয়। এদিকে মন্দির চত্বরে বরযাত্রীদের জন্য টাঙানো ছিল বিশাল প্যান্ডেল। বর-কনের জন্য সাজানো ছিল বিয়ের আসন। অপরদিকে বট গাছকে ধূতি ও টোপর পড়িয়ে বরের বেশে সাজানো হয়।

আরও পড়ুন

আর পাশের পাকুড় গাছকে লাল টুকটুকে শাড়ি, মাথায় তাজ ও বালা পড়িয়ে কনের বেশে সাজানো হয়। এ অবস্থায় সনাতন ধর্মীয় নিয়ম মেনে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে এসেছিলেন কয়েকশ’ অতিথি। অতিথি আপ্যায়নের জন্য নিরামিষ ভোজের ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"রায় মেডিক্যাল সলিউশন" এর মোহনগঞ্জ শাখা অফিস উদ্বোধন

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ