নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধ চার বালু উত্তোলনকারীর কারাদন্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরের পদ্মা নদীতে অবৈধবালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে চারজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার তিনটি ব্যাটারী, ২টা সেল্প স্টাটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে পদ্মানদীর দিয়ারবাহাদুর চরে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রাকিবুল (২২) ও রবিউল (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)। এদের মধ্যে রবিউলকে দুই মাসের ও অন্য তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
আরও পড়ুনলালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করেন। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪জনকে সন্ধ্যায় আদালতে পাঠান হয়েছে।
মন্তব্য করুন