ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

নারীদের বাড়তি আয়ের খোঁজ

নারীদের বাড়তি আয়ের খোঁজ

নিজের আলোয় ডেস্ক ঃ বাড়তি আয়ের জন্য কাজ-হাল আমলের প্রচলিত একটি শব্দ। অধিকাংশ পুরুষই চাকরির বাইরে দেখা যায় ব্যবসা, শেয়ারবাজার কিংবা খন্ডকালীন চাকরির মাধ্যমে এখন ‘সাইড হাসল’ বা উপরি আয় করছেন। তো যারা কর্মজীবী নারী তারা বসে থাকবেন কেন? কর্মজীবী নারীদের উপরি বা বাড়তি আয়ের কৌশল সম্পর্কে জানাচ্ছেন নারী উদ্যোক্তা ও ‘আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা সানজিদা ভূঁইয়া হক।

অনলাইন থেকে আয় ঃ এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আয়ের সুযোগ বেড়েছে। ইচ্ছে করলেই কিন্তু নিজের শখের কোনো কাজ বা উদ্যোগকে ফেসবুক-ইন্টারনেটের মাধ্যমে বিক্রি শুরু করতে পারেন। ফেসবুক নির্ভর বিপণনের সুযোগ বেড়েছে দেশে। সেই সুযোগ এখন ছোট আকারে শখের কোনো কাজ দিয়ে আয়ের উৎস শুরু করতে পারেন। ই-কর্মাসের মাধ্যমে এখন ব্যবসা বিস্তৃতির সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগান।

আগে শিখুন, তারপর কাজ করুন ঃ যারা মনে করেন কিছুই জানেন না, তাদেরও কিন্তু এখন অনেক সুযোগ আছে। এখন অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের প্রশিক্ষণের সুযোগ তৈরি করছে। সাপ্তাহিক ছুটির দিন বা অফিস টাইমের পরে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করে কাজ করতে পারেন কিন্তু। যারা এক সময় শুধু ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি অর্জন করে আর পড়েননি, তাদের সুযোগও আছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এমবিএ বা মাস্টার্স ডিগ্রির জন্য ভর্তি হতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনসহ নানা বিষয়ে পড়ার সুযোগ আছে। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু এসএসসি ও এইচএসসি পরীক্ষার সুযোগ আছে। শিখতে বয়স গুরুত্বপূর্ণ না, আজই শুরু করুন।

নেটওয়ার্ক বিস্তৃত করুন ঃ নিজেকে নতুন কোনো দল বা নেটওয়ার্কে যুক্ত করুন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন। নিজের জন্য সুযোগ খুঁজতে থাকুন। ইন্টারনেটের মাধ্যমে এখন ফেসবুক ও অনলাইনে অনেক কমিউনিটির সঙ্গে সংযুক্তির সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগান। নেটওয়ার্ক বিস্তৃতির মাধ্যমে নতুন মানুষের সঙ্গে যেমন পরিচয়ের সুযোগ থাকে তেমনি পণ্য ও সেবা বিক্রিরও সুযোগ থাকে।

নেতৃত্ব দিন ঃ আপনার আশপাশে কয়েকজন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে এক করে নিজেই কোনো অনলাইন স্টোর বা অফলাইনে দোকান বা স্পেস নিয়ে কাজ করতে পারেন। এখন সুপারশপ ধারণা খুব জনপ্রিয়। এ ছাড়া শেয়ারিং স্পেস ধারণা জনপ্রিয় হচ্ছে। বড় কোনো দোকানের কর্নার ভাড়া করে ব্যবসা শুরু করতে পারেন।

কুটিরশিল্পের সুযোগ নিন ঃ এক সময় বাড়িতেই আমরা নকশি কাঁথা থেকে শুরু করে কত কিছুই না হাতে বানাতাম। কুটিরশিল্পের বিকাশ এখনো ঘটছে। আপনি চাইলে নিজ ঘরে বা ক্ষুদ্র পরিসরে ২-৩ জনকে নিয়ে কুটিরশিল্প শুরু করতে পারেন।

আরও পড়ুন

ফ্রিল্যান্সিং সুযোগ খুঁজুন ঃ আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন। এখন অনলাইনের মাধ্যমে রিমোট কাজের সুযোগ তৈরি হচ্ছে। আপওয়ার্ক বা লিংকডইনের মাধ্যমে এ ধরনের ফ্রিল্যান্সিং কাজের সন্ধান করে দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। এ ছাড়া অফিসের কাজের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বা পড়ানোর মতো সুযোগ বাড়ছে। প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারেন। ইউটিউব বা বিভিন্ন কনটেন্ট পোর্টালে প্রশিক্ষক হিসেবেও বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

পরিবারকে সংযুক্ত করুন ঃ হয়তো উত্তরাধিকার সূত্রে আপনি কোনো জমি বা পারিবারিকভাবে কোনো ভবনের অংশীদার। এ ধরনের সম্পদকে কাজে লাগাতে পারেন। পুরোনো ভবনকে কোনো রেস্টুরেন্ট বা ফেলে রাখা জমিতে অর্গানিক ফসলের চাষ করে নতুন সুযোগ তৈরি করতে পারেন। আবার পরিবারের সদস্যদের সংযুক্ত করেই কিন্তু হস্তশিল্পনির্ভর সেবা ও পণ্য তৈরি করে বিক্রি করতে পারেন।

আরও সুযোগ ঃ এখন কিন্তু নারীদের জন্য অনেক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থঋণ বা অনুদান নেয়ার সুযোগ তৈরি হয়েছে। জীবনের নতুন চ্যালেঞ্জ আনতে কিন্তু নিজের আগ্রহের কোনো ব্যবসা শুরু করতে পুঁজি নিয়ে আজই কাজ শুরু করতে পারেন। বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের নানা ধরনের প্রশিক্ষণের খোঁজ করতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে নারীদের জন্য ড্রাইভিংয়ের মতো চ্যালেঞ্জিং কাজের প্রশিক্ষণ মিলছে খুবই কম খরচে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট