ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে এবার গত দুই বছরের চেয়ে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। যা প্রকৃতিকে সজিব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বছর এপ্রিলে স্বাভাবিকের পাঁচভাগের এক ভাগ বৃষ্টিপাত হয়েছিল রংপুরে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের লক্ষ্যমাত্রা ছিল ১৪০ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৯৯ দশমিক ৫ মিলিমিটার। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬০ মিলিমিটার বেশি। এপ্রিল কেটেছে প্রচন্ড গরম সাথে খটখটে রোদে। গত বছরের এপ্রিলে মাসে বৃষ্টি হয়েছে ৪৫ দশমিক ২ মিলিমিটার। যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।

এর আগের বছর ২০২৩ সালের এপ্রিলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছিল। ওই বছর এপ্রিলে বৃষ্টিপাত হয়েছিল ১৭৯ মিলিমিটার। ওই মাসে গড়ে ১৫ দিন বৃষ্টিপাত হয়েছিল। ফলে আবহাওয়ার গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না। জলবায়ুর পরিবর্তন, জলাধারগুলো শুকিয়ে যাওয়া, দক্ষিণা বাতাসের সাথে জলীয় বাস্প না আসা, গাছপালা কমে যাওয়া, কালবৈশাখী ঝড় কম হওয়ায় প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে।

আরও পড়ুন

কখনো স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হচ্ছে। আবার কখনো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে।  আবহাওয়া বিশেষজ্ঞদের মতে তিস্তাসহ অন্যান্য নদ-নদী ও জলাধার শুকিয়ে যাওয়ায় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন হওয়ায় আবহাওয়ায় বিরুপ প্রভাব পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে বৃষ্টিপাতের পরিমান কখনো কমছে আবার কখনো বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল

নিবন্ধন ইস্যুতে জামায়াতের আপিল শুনানি চলতি সপ্তাহেই

গাজায় ক্ষুধায় ৫৭ ফিলিস্তিনির মৃত্যু, অধিকাংশই শিশু ও বৃদ্ধ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা