ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়া সারিয়াকান্দির যমুনায় পানি বাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

বগুড়া সারিয়াকান্দির যমুনায় পানি বাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে। তাই নাব্যতা সংকট কাটিয়ে যমুনা নদীর প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। বন্ধ হয়ে যাওয়া নৌঘাটগুলো চালু হয়েছে। উজানে ভারি বৃষ্টিপাতের কারণেই যমুনায় পানি বেড়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসের শেষের দিকে থেকেই যমুনার পানি বাড়ছে। একেবারেই কমে যাওয়া পানি বেড়ে গত ২৪ এপ্রিল উচ্চতা হয় ১১ মিটার ৪৫ সেন্টিমিটার, যা আবারও কমতে থাকে এবং গত ৩০ এপ্রিল উচ্চতা ছিল ১১ মিটার।

১ মে থেকে আবারও পানি বাড়তে শুরু করে এবং গত ২ মে পানির উচ্চতা হয় ১২ দশমিক ১৮ সেন্টিমিটার, যা আবারও ১২ সেন্টিমিটার কমে গতকাল শনিবার পানির উচ্চতা হয় ১২ মিটার। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানি এখনো ৪ মিটার দশমিক ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বাড়ার ফলে যমুনা নদীতে জেগে ওঠা ডুবোচরগুলো পুনরায় ডুবতে শুরু করেছে। শুকিয়ে যাওয়া বিভিন্ন খালে পানি ঢুকতে শুরু করেছে। এতে চরবাসী নৌকায় সহজেই একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছেন।

আরও পড়ুন

নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া পারতিতপরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল খেয়াঘাট, সাহানবান্ধা খেয়াঘাটসহ সবক’টি খেয়াঘাট পুনরায় চালু হয়েছে। কাকডাকা ভোর থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত এসব খেয়াঘাটে এখন যাত্রীদের পদচারণায় মুখরিত হয়েছে। শ্যালোমেশিনের আওয়াজে নৌরুটগুলো এখন সরব হয়ে উঠেছে।

সারিয়াকান্দি কালিতলা নৌঘাট থেকে দূরপাল্লার নৌযানগুলো অনায়াসেই চলাচল করছে। এদিকে একেবারেই শুকিয়ে যাওয়া যমুনা নদীর পানি নীল বা কালো বর্ণ থেকে এখন মেটে বর্ণ ধারণ করেছে। সারিয়াকান্দি পারতিতপরল নৌঘাটের খেয়া ঘাটের মাঝি ছয়ফুল ইসলাম বলেন, নদীতে পানি না থাকায় প্রায় ছয় মাসের বেশি সময় নৌঘাট বন্ধ ছিল। ফলে নৌঘাটটি ইজারা নিয়ে আমার বেশ লোকসান গুণতে হয়েছে। এ নৌরুটে মানুষ হেঁটেই চলাচল করতো। কিন্তু যমুনা নদীতে পানি বাড়তে থাকায় পুনরায় নৌঘাটটি চালু হয়েছে।

কালিতলা নৌঘাটের ভাড়া নৌকার মাঝি আমিরুল ইসলাম বলেন, যমুনায় পানি বাড়ায় বড় নৌকাগুলোও অনায়াসে নদীতে চলাচল করছে। এক সময়ের জেগে ওঠা চরগুলো পুনরায় ডুবতে শুরু করেছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনায় পানি বেড়েছে। বেশকিছু দিন পানি এরকম বাড়বে এবং কমবে। তবে খুব শীগ্গরই পানি বিপৎসীমা অতিক্রম করার কোনও শঙ্কা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল

নিবন্ধন ইস্যুতে জামায়াতের আপিল শুনানি চলতি সপ্তাহেই

গাজায় ক্ষুধায় ৫৭ ফিলিস্তিনির মৃত্যু, অধিকাংশই শিশু ও বৃদ্ধ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা