ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না,ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এমআই ফারুকীর মৃত্যুর কারণে আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রয়েছে। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যে শুনানি হওয়ার কথা ছিল, তা আজ অনুষ্ঠিত হচ্ছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী ফারুকীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রধান বিচারপতির নির্দেশে আজ আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এরপর সারাদিনের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রয়াত এমআই ফারুকী ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং অ্যাডভোকেট রোল নম্বর-৭। তার মৃত্যুতে প্রধান বিচারপতি শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘আজকের শুনানি আর হবে না বলেই ধারণা করছি। সম্ভবত আগামীকাল (সোমবার) শুনানির নতুন দিন নির্ধারিত হতে পারে।’

আরও পড়ুন

এদিকে জামিন প্রশ্নে আজকের শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। বিচারপ্রার্থী ও কর্মরত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া যৌনপল্লী থেকে উপি সদস্য গ্রেপ্তার

রয়েল পাবলিকেশন কর্তৃক সাহিত্য সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

ইমতিয়াজ ইউ আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের আশুলিয়া উপ  শাখার উদ্বোধন