ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে। রবিউল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল গরুর ঘাস কাটার জন্য মাঠে যায়। এসময় ধান ক্ষেতের আইলের গর্তে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রানীশংকৈল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। বিষয়টি ওই ওয়ার্ডের মেম্বার আব্দু রহিম নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন