ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

রোহিঙ্গা যুবকদের নারী পুলিশকে উত্ত্যক্ত করায় রোহিঙ্গা-পুলিশ ধস্তাধস্তি

রোহিঙ্গা যুবকদের নারী পুলিশকে উত্ত্যক্ত করায় রোহিঙ্গা-পুলিশ ধস্তাধস্তি

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে ইটপাটকেলের ঘটনা এবং রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা।

আরও পড়ুন

একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে