কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর দক্ষিণ পাশে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় ইউএনও রেহেনুমা তারান্নুম নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা বলে ফুলবাড়ী থানার একদল পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।
ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ধরলা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করে ব্যবসা করে আসছে। খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ টি ট্রাক্টর আটক করা হয়েছে।
আরও পড়ুনট্রাক্টর চালক এ সময় গাড়ি রেখে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটক ট্রাক্টর গুলো ছেড়ে দেওয়া হবে।
মন্তব্য করুন