পঞ্চগড়ের আটোয়ারীতে সম্ভাব্য ভোটকেন্দ্রসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে সম্ভাব্য ভোট কেন্দ্রসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ৬ ইউনিয়নে মোট সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৪০টি এবং ভোট কক্ষের সংখ্যা প্রায় ২২০টি। এরমধ্যে স্থায়ী ১৯৯টি ও অস্থায়ী ২১টি। এ উপজেলার মোট ভোটার ১ লাখ ১২হাজার ২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ১৫০ ও মহিলা ভোটার ৫৫ হাজার ৮৭১ জন।
আরও পড়ুনউপজেলা নির্বাচন অফিসার শাজাহান মানিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা গত বুধবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর কারো কোন দাবি বা আপত্তি বা সুপারিশ থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিতভাবে দাখিল করতে হবে। প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী ১২ অক্টোবর এবং খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্তকরণ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন