ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

নিউজ ডেস্ক:  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে ঘুস নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন

সূত্রে মতে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে ৭ মে দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।

এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুস নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু