ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু 

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।  স্থানীয় সময় শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান জবাব দেয়!!” 

ইসলামাবাদ তাদের প্রতিশোধকে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ বলে অভিহিত করেছে। এই অভিযানের নামকরণ করা হয়েছে, পবিত্র কোরআনের একটি আয়াতের নামানুসারে, যার অর্থ ‘অটুট প্রাচীর’পাকিস্তান জানিয়েছে, তারা ভারত ও ভারত-শাসিত কাশ্মীরের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে- ব্রিগেড সদর দপ্তর কেজি টপ, ফিল্ড সাপ্লাই ডিপো উরি, আর্টিলারি গান পজিশন ডেরাঙ্গিয়ারি, ব্রাহ্মস ব্যাটারি সাইট নাগরোটা এবং উধমপুর বিমান বাহিনী স্টেশন।ভারতীয় এই সামরিক স্থাপনাগুলো নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী ডি-ফ্যাক্টো সীমান্তের কাছাকাছি বা পাশে অবস্থিত।

পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘চোখের বদলে চোখ’ প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

আরও পড়ুন

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত একজন ভারতীয় কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভারত পাকিস্তানের আক্রমণের জবাব দিচ্ছে। তিনি বলেন, “ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সকল পাকিস্তানি আক্রমণের যথাযথ জবাব দেওয়া হচ্ছে।”

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার পাকিস্তান তাদের আকাশসীমা সকল বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ১৫ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা দুপুর পর্যন্ত দেশটির সব বেসামরিক বিমান চলাচলের জন্য প্রযোজ্য হবে।

পাকিস্তান জানিয়েছে, ভারত গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদের কাছে নূর খান বিমানঘাঁটিসহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে‘পিকনিকে আসা যাত্রীবাহী লঞ্চে নারীদের মারধর ও লুটপাট

সংবাদ চ্যানেলগুলোতে শুধুই সার্কাস চলছে : সোনাক্ষী

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর

নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫