নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোর গ্রেফতার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসনাত মো: মিজানুর রহমান কিশোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় থানা পুলিশ এক অভিযান চালিয়ে পাহাড়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। কিশোর উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। সম্প্রতি গোবরচাঁপা বাজারে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা যায়।
আরও পড়ুনথানা পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়। আজ রোববার (১১ মে) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন