ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বগুড়া থেকে ডাকাতি হওয়া পাম তেল ও ট্রাক উদ্ধার, ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

বগুড়া থেকে ডাকাতি হওয়া পাম তেল ও ট্রাক উদ্ধার, ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া থেকে ডাকাতি হওয়া পাম তেলসহ ট্রাক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড় ফ্লাইওভারের নিচ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো, নাটোর জেলার সিংড়া থানার গোয়ালবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে মো. এনামুল হক (৪০) ও বগুড়ার শিবগঞ্জ থানার বড়াইল গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে মো. রুবেল (২৯)।

বগুড়া জেলা পুলিশের (মিডিয়া) সূত্রে জানাগেছে, গত ২৭ এপ্রিল চট্টগ্রাম থেকে একটি ট্রাকে ৭৫ ড্রাম মীর বনসপাতি পাম তেল একটি ট্রাকে করে রংপুর জেলার উদ্দেশ্যে যাওয়ার সময় গত ২৮ এপ্রিল রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে মহাসড়কে ১০ থেকে ১২ জন ডাকাত ট্রাকটির গতিরোধ করে।

পরে তারা চালক ও হেলপারকে মারপিট করে হাত-পা বেঁধে তেল বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৩০ এপ্রিল বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড় ফ্লাইওভারের নিচ থেকে ট্রাকটি উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা ডাকাতি হওয়া ৪০ ড্রাম পাম তেল  পাওয়া যায়।

আরও পড়ুন

পরে গত ১৫ মে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে এনামুল হককে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামতারা এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।

বগুড়া ডিবি’র ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার বলেন, গ্রেফতারকৃত এনামুল হকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও মাদকের ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে