ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চাষিরা হতাশ

লালমনিরহাটের চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

লালমনিরহাটের চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিস্তার বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বাজারে বেশ চাহিদা ও আশানুরূপ দাম পাওয়ায় খুশি তিস্তাপাড়ের কৃষকেরা। তবে বাজারজাত করার ব্যবস্থা করা গেলে আরো বেশি লাভবান হতেন তারা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর লালমনিরহাটের পাঁচ উপজেলায় চরাঞ্চল ও সমতলে এক হাজার ৩২০ হেক্টর জমিতে নানা জাতের মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে কুমড়ার ফলন পাওয়া যায় ২৫ থেকে ৩০ মেট্রিকটন। ৮০ শতাংশ কুমড়া উৎপন্ন হচ্ছে তিস্তা নদীর বালুচরে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারী চর এলাকার কৃষক লোকমান আলী বলেন, আগে বালুচরে ফসল ফলানো যেত না। পানি নেমে যাওয়ার পর পরিত্যক্ত থাকতো।

প্রতি কেজি কুমড়া উৎপাদনে খরচ হয় ৬ থেকে ৭ টাকা। গত বছর প্রতি কেজি কুমড়া বিক্রি করেছি ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে। এ বছর বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা। এক জমিতে তিন হাজার কেজি কুমড়া উৎপাদন করেছি। এতে খরচ হয়েছে ১৮ হাজার টাকা। গত বছরের মতো দাম পেলে কুমড়া বিক্রি করে লাভবান হতো বলে জানান তিনি।

সদর উপজেলার কালমাটির চরের বাসিন্দা রফিকুল এবং একই এলাকার কৃষক নবিয়ার বলেন, চার বিঘা জমি থেকে ১২ হাজার ৫শ’ কেজি কুমড়া পেয়েছি। এবছর দাম কম হওয়ায় অর্ধেক কুমড়া বিক্রি করেছি। অর্ধেক কুমড়া বাড়িতে সংরক্ষণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন হয়েছে। যেসব বালুচরে আগে কোনো ফসল হতো না; সেখানে কুমড়া চাষ করছি।

আরও পড়ুন

কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী এলাকার কৃষক শামসুল আলম বলেন, ২৫ জন কৃষকের গ্রুপ তৈরি করে তিস্তার বালুচরে কুমড়া, তরমুজ, ভুট্টা, বাদাম ও মিষ্টি আলু চাষ করেছি। এ বছর এক হেক্টর জমিতে কুমড়া চাষ করে ফলন পেয়েছি ২৪ মেট্রিকটন। কুমড়ার ফলনে খুশি হয়েছি। তবে বাজারজাত করার ভালো ব্যবস্থা না থাকায় বেশি লাভবান হতে পারছি না।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক ড. সাইখুল আরিফিন বলেন, এ বছর আলুর দাম কম হওয়ায় কুমড়ার দামও কমেছে। চাষিরা একসাথে কুমড়া হার্ভেস্ট করায় সরবরাহ বেড়ে যায়। যত্ন করে রাখলে বাড়িতে ৬ থেকে ৭ মাস সংরক্ষণ করা যায়। বেশিরভাগ চাষির নগদ টাকার প্রয়োজন হওয়ায় কুমড়া সংরক্ষণ করতে পারেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলার আসামি সুরুজ গ্রেফতার

বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় নির্ধারিত মূল্যে কিনতে পারছে না খাদ্য বিভাগ

জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত