ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে দম্পতিকে চেতনানাশক খাইয়ে ৯ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ৩

ঠাকুরগাঁওয়ে দম্পতিকে চেতনানাশক খাইয়ে ৯ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ৩, প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে  গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার বাসিন্দা মো. সাইফুল্লাহ, তার স্ত্রী জান্নাত আরা এবং তাদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার (১৮ মে) দুপুরে তাদের ঠাকুরগাঁওয়ের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তার স্ত্রীকে বলেন, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তার ভাই শাহী এমদাদুল হক দোয়া পড়াবেন। মাহফিলের আগেই খাওয়ার অনুরোধ করে তিনি নিজ হাতে রান্না করা মাংস খাওয়ান এবং পানি পান করান।

খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই আব্দুল খালেক ও তার স্ত্রী অচেতন হয়ে পড়েন। পরদিন ১১ মে দুপুরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনদিন চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে আসেন।

আরও পড়ুন

বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভাঙা অবস্থায় রয়েছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালঙ্কার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী।

এ ঘটনায় আব্দুল খালেক তার ভাড়াটিয়া জান্নাত আরা, তার স্বামী মো. সাইফুল্লাহ ও ছেলে হাবিবুল্লাহসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, ‘মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া মালামালের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

বাড়ি নিয়ে আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী