লালমনিরহাটে ফলন ও দাম ভালো পেয়ে করলা চাষিরা খুশি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে এবার ব্যাপক ভাবে দেশি ও হাইব্রিড জাতের করলা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় করলা চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। একই সঙ্গে বাজারে সবজিটির কাঙ্খিত দাম পাওয়ায় খুশি তারা। লালমনিরহাটে এবার উৎপাদিত করলা বাজারে উঠছে মাস দুয়েক আগে থেকেই।
কৃষি বিভাগের তথ্য মতে, এবার জেলায় গ্রীষ্মকালীন করলার বাজারে ভালো চাহিদা থাকায় ও অর্থকরী হওয়ায় সবজিটি আবাদ করে জেলার বহু কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে। ফলে দিন দিন করলা চাষে বাড়ছে আগ্রহী কৃষকের সংখ্যা।
লালমনিরহাট সদর উপজেলার কোদালখাতা গ্রামের করলা চাষি নুরুল ইসলাম, তিনি তার ১ বিঘা জমিতে ৪ বছর ধরে দেশি ও হাইব্রিড জাতের করলা চাষ করে আসছেন। তার প্রতি বিঘায় খরচ হয়েছে ২৩ হাজার টাকা। এখন পর্যন্ত করলা বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।
আরও পড়ুনকরলা চাষিদের আরও কয়েকজন হাসি খুশি মন নিয়ে জানান, করলার রোগবালাই খুবই কম। কোনো কোনো সময় বৈরী আবহাওয়ার কারণে গাছ শুকিয়ে যায় কিংবা পচন ধরে। তবে কৃষি বিভাগের পরামর্শে রোগ বুঝে ঔষধ প্রয়োগ করলে সুফল পাওয়া যায়।
এনিয়ে কথা হলে লালমনিরহাটে উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব রায় বলেন, লালমনিরহাট কৃষি প্রধান জেলা। এ জেলায় করলাসহ ধান ও ভূট্টার পাশাপাশি প্রায় সব ধরনের সবজির চাষ হয়। বরাবরের মতো এবারো করলা চাষ করে জেলার কৃষকরা ভালো লাভবান হচ্ছেন। ফলনও খুব ভালো হয়েছে। দিন দিন জেলায় করলার চাষ বাড়ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।
মন্তব্য করুন