ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

একইমঞ্চে ‘সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় ভূষিত তারা

একইমঞ্চে ‘সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় ভূষিত তারা

 অভি মঈনুদ্দীন ঃ ‘আমি নারী আমি সম্পূর্ণা’ এই শ্লোগানকে ধারন করে ২০২২ সালে ‘বাংলাভিশন’র সিনিয়র প্রযোজক সুব্রত দে প্রতিষ্ঠা করেন ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামের একটি সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে ও এর সভাপতি স্বর্ণলতা দেবনাথের এই সংগঠনকে ঘিরে স্বপ্ন, সারা দেশের ছোট ছোট নারী উদ্যোক্তাদের এই প্লাটফরমে এনে প্রতিষ্ঠিত করা।

এই সংগঠনের আয়োজনেই গত ১৮ মে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালায় তৃতীয়বারের মতো ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে যেসব সফল নারীরা নিজ নিজ পেশায় সফলতা’র জন্য ‘সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’এ ভূষিত হয়েছেন তারা হলেন বাংলাদেশের টিভি নাটকের শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী, গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, মডেল অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া’সহ আরো অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নন্দিত টিভি অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।

স্বর্ণলতা দেবনাথ বলেন,‘ আমাদের নারীরা দেশে ও দেশের বাইরে নানান ক্ষেত্রে অবদান রাখার কারণে দেশ দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ হয়তো ছোট্ট পরিসরে এই আয়োজন হয়েছে। তবে আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করার স্বপ্ন আমার। শুধু তাই নয়, আমারতো ইচ্ছে একদিন দেশের বাইরেও আরো বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পূর্ণা বাংলাদেশ সম্মাননা বাংলাদেশের নারীদের হাতে তুলে দেয়া যাতে বিশ্ব বিস্মিত হয়।’

মেহজাবীন চৌধুরী বলেন,‘ এতো চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানীত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে।’

আরও পড়ুন

টুম্পা ফেরদৌস বলেন,‘ একজন নারী হিসেবে নিজের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।’

ফারহানা সামাদ তিশা বলেন,‘ সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা এতো নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়।’ মিথিলা বলেন,‘ অল্পদিনের সঙ্গীত জীবনে নতুন শিল্পী হিসেবে এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে বলেন,‘ আমার বাবার আশীর্বাদ ছিলো বলেই আজ এতোদূর আসতে পেরেছি। আর মায়ের আশীর্বাদতো আছেই। তবে স্বর্ণলতা দেব আমার জীবনে না এলে জীবন এতো পরিপূর্ণ, এতো গুছানো হতোনা, হয়তো সম্পূর্ণা বাংলাদেশকে ঘিরে এতো অল্প সময়ে এতো সফলতা আসতোনা। তার মেধা, তার দূরদর্শিতাই সংগঠনের আজকের সফলতা।’

সংগঠনটির সাধারন সম্পাদক তাহমিনা আহমেদ রুজি বলেন,‘ সবার অংশগ্রহনে আমাদের এই আয়োজন শতভাগ পরিপূর্ণতা পেলো। সবার প্রতি কৃতজ্ঞতা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী