ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ছিনতাই। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে চার ব্যবসায়ীকে পথরোধ করে বেধরক মারপিটের এক পর্যায়ে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। গতকাল রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের রেলগেট হতে ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন জানান, গত রোববার রাত অনুমান ৯টার দিকে তার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেলযোগে রাণীনগর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ নামক স্থানে  পৌঁছালে ৮/১০জনের ছিনতাইকারী রশি দিয়ে পথরোধ করে।

এরপর মারধর করে হাত-পা, মুখ বেধে একটি পালসার মোটরসাইকেল, ২৪ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছুপর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাসায় যাচ্ছিলেন।

আরও পড়ুন

এসময় একই স্থানে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে হাত-পা, মুখ বেধে একটি এফজেড মোটরসাইকেল, ৫ হাজার ৬শ’ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। এঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার সার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের ধরতে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী