ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

একই মঞ্চে সম্মাননা পেলেন তারকা দুই বোন

সম্মাননা পেয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘সম্পূর্ণা বাংলাদেশ’ সংগঠনের আয়োজনে গত ১৮ মে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় তৃতীয়বারের মতো হয়েছে ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে একই মঞ্চে সম্মাননা পেয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘যে কোনো সম্মাননা প্রাপ্তি অনেক গৌরবের। কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ব আরও বেড়ে গেল। সম্পূর্ণা বাংলাদেশের আয়োজনটি অসাধারণ ছিল। এই আয়োজনে আমাকে ও আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত হয়েছি। সম্মাননা পেয়ে ভালো লাগছে’। মালাইকা চৌধুরী বলেন, সম্মাননা মানে কাজের স্বীকৃতি। এই স্বীকৃতি একই মঞ্চে বোনের সঙ্গে পেয়ে আরও ভালো লাগছে। অভিনয় ক্যারিয়ার বেশি দিনের নয়। এই অল্প সময়ের মধ্যে দর্শকের যে ভালোবাসা পেয়েছি তা অকল্পনীয়। আগামী চলার পথে সবার সহযোগিতা চাই। সবার কাছে দোয়া চাই। আগামীতে যেন আরও ভালো কিছু কাজ উপহার দিয়ে দর্শক মন জয় করতে পারি।’

আরও পড়ুন

মেহজাবীন-মালাইকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, মডেল অভিনেত্রী ও আইনজীবী, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরকে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনট-বড়িয়া পাকা সড়কের ভাঙা অংশে সংস্কার : জনমনে স্বস্তি

বগুড়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ৯০৩টিসহ ১,১৩২টি শিক্ষকের পদ শূন্য

২০২৩-এর ‘সেরাকন্ঠের সেরা’ হলেন টুশি জারিন শিতাব ও অর্চি

লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

ভারতের সঙ্গে উত্তেজনা, ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা