নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি ইট ভাটার গর্তের পানিতে ডুবে মিজানুর রহমান মিজান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩ টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আইসঢাল বানিয়াপাড়ায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উল্লেখিত এলাকার মো. আনোয়ার হোসেনের ছয় বছরের ছেলে মিজানুর রহমান কে গতকাল সোমবার দুপুর ১টা থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে বাড়ির আশেপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়।
আরও পড়ুনতার নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু তার খোঁজ না পাওয়ার পর বাড়ির পাশের হাজী মো. নাজমুল হকের মালিকাধীন এএন বি -২ ব্রিকস নামক একটি ইটভাটার গর্তের পানিতে খোঁজাখুঁজি করা হয়। এ সময় সেখান থেকে শিশু মিজানের মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন