বগুড়ায় জুমাতুল বিদা পালিত

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার (২৮ মার্চ) ছিলো পবিত্র রমজানের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবার গুলোর মর্যাদা আরও অধিকতর। মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক।
রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনআজ শুক্রবার (২৮ মার্চ) বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) এ ঠাই না পেয়ে মুসল্লিরা রাস্তায় জায়নামাজ পেতে রাস্তায় নামাজ আদায় করেন। বগুড়া শহরের অপর বৃহৎ মসজিদ বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদেও তিল ধারনের ঠাই ছিলো না। পাড়া মহল্লাহর মসজিদে মসজিদে দুপুর ১২ টার পর থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করে। হাজার হাজার মুসল্লিরা নামাম আদায় করেন বড় বড় জামাতে। জুমার নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।
মন্তব্য করুন