ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কাঁচা বাজারে ঢুকে কেড়ে নিলো ২ জীবন 

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কাঁচা বাজারে ঢুকে কেড়ে নিলো ২ জীবন 

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা-সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে কাঁচা বাজারে ঢুকে পড়ে। এসময় ট্রাক চাপায় বাজার করতে আসা দুইজন ক্রেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুমড়ে মুচড়ে যায় দুটি অটোরিকশা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছেন ড্রাইভার।

শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

আরও পড়ুন

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘‘৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি গাছবোঝাই ট্রাক আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়।  বাজারের ভেতরে ঢুকে একটি গাছের সাথে ধাক্কা লেগে থামে। এসময় এ ট্রাকটির চাপায় বাজার করতে আসা দুইজন নিহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’

তিনি জানান, এসময় অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার