বগুড়ায় সাবেক এমপি সাহাদারা মান্নানের ফুপাতো ভাই আ. লীগ নেতা ছোটন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোনাতলা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেরী আলম ছোটন (৪২)কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম বগুড়া শহরের নুরানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত ছোটন সোনাতলা উপজেলার দীঘিরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম বুটু মণ্ডল। তিনি সোনাতলা-সারিয়াকান্দি আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের ফুপাতো ভাই বলে জানা গেছে।
আরও পড়ুনধৃত সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা ৩টি মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন