ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ বলছে, সীমান্তে কাছাকাছি ভারতের দিকে এগোতে থাকে ওই ব্যক্তি। তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হওয়ায় গুলি করতে বাধ্য হয় তারা।
নিহত পাকিস্তানের পরিচয় বা সীমান্তে অগ্রসরের চেষ্টার পিছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিএসএফ। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুনএমন এক সময়ে এই গুলির ঘটনা ঘটেছে যখন দুই প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে বৃহস্পতিবার (২২ মে) একজন ভারতীয় সেনা নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে সেনাসদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।
মন্তব্য করুন