ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রোববার (২৫ মে) সকালে পাকিস্তানে পৌঁছেছে দলের প্রথম বহর। এই বহরে আছেন ১০ জন।

ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে গেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল এবং আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা সোমবার পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবি এই সফরে কারও ওপর চাপ প্রয়োগ করেনি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বর্তমানে তিনি পাকিস্তানেই অবস্থান করছেন পিএসএল খেলতে গিয়ে। একইভাবে পাকিস্তানে আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। অন্যদিকে, আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার শেষ হয়েছে তার আইপিএল মিশন

আরও পড়ুন

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুনে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলা, আহত ৭

বগুড়ায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা গ্রেফতার

সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন আমীর হামজা

"দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, মাঝপথে চলে যাওয়ার কোনো সুযোগ নেই"