বগুড়ায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা প্রচেষ্টা, হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও তাঁতী লীগের তৃণমূল পর্যায়ের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকুতরা হলেন-গাবতলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আলী (৪৩), সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি শামিম হোসেন, ইউনিয়ন যুবলীগ সদস্য আরিফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এএসএম ফেরদৌস (৪২)।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুপচাঁচিয়া থানার পুলিশ আদমদীঘি থানাধীন মুরইল বাজার থেকে আত্মগোপনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসামি ওয়াসিম আলীকে গ্রেফতার করে। তিনি দুপচাঁচিয়া উপজেলার শেরপুর উত্তরপাড়ার আলহাজ্ব আহম্মেদ আলীর ছেলে। এদিকে ডিবি’র একটি টিম আজ রোববার ভোরে গোপন সংবাদেরভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি শামিম হোসেনকে (৩১) গ্রেফতার করে। তিনি সোনাতলার আটকড়িয়া এলাকার মো. মতির ছেলে। শামিমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়া একই সময় যুবলীগ নেতা সোনাতলার পাতিলাকুড়ার আব্দুল আজিজেল ছেলে আরিফুল ইসলাম আরিফকেও (২৬) গ্রেফতার করে ডিবি।
আরও পড়ুনঅপরদিকে, শাজাহানপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এএসএম ফেরদৌসকে (৪২) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। তিনি শাজাহানপুরের বোয়াইল এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে। তাকে আজ রোববার সন্ধ্যায় মাঝিরা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন