ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচির শোলাকুড়া থেকে এনায়েতপুর পর্যন্ত ৪ কি.মি. পাকা রাস্তার বেহাল দশা

সিরাজগঞ্জের বেলকুচির শোলাকুড়া থেকে এনায়েতপুর পর্যন্ত ৪ কি.মি. পাকা রাস্তার বেহাল দশা

বেলকুচি ও এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া আঞ্চলিক সড়ক থেকে আজুগড়ার পাকুরতলা, সীমান্ত বাজার (কুত্তা মার্কেট), ফুটানী মার্কেট হয়ে এনায়েতপুর হাইস্কুল খেলার মাঠ পর্যন্ত ৪ কিলোমিটার পাকা সংযোগ সড়কটির বেহাল দশা।

প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার বিভিন্ন পেশাজীবী, ছাত্র-ছাত্রী যাতায়াত করে। যাদের বেশির ভাগ গন্তব্য স্থান উপজেলা পরিষদ, বেলকুচি সরকারি ও মহিলা কলেজ, সরকারি ভেটেরিনারী কলেজ, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়সমূহ। সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দে ভরা।

কোথাও কোথাও সড়কের কার্পেট উঠে গিয়ে স্বাভাবিকভাবে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিকশা, সিএনজি, নসিমন, করিমন চলাচল করছে। বিশেষ করে জরুরি রোগীদের বহনকারী এ্যাম্বুলেন্স যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

দীর্ঘদিন যাবত অঞ্চলের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এলাকায় দই মিষ্টি বহনকারী ভ্যান ওয়ালা আসাদুল ইসলাম ও যাত্রী বহনকারী হোসেন আলী জানান, রাস্তা খারাপের জন্য মাঝে ভ্যান গাড়ি উল্টে গিয়ে যাত্রী ও মূল্যবান পণ্যের ব্যাপক ক্ষতিসাধন হয়। এলাকার সচেতন মহল সাংবাদিককে জানান, বিগত সরকারের আমলে এই রাস্তার সংস্কার করা হয়নি। এখনও একই অবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট