ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

বগুড়ার ধুনটে আইনজীবী শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে আইনজীবী শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে আইনজীী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়িকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে খাদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন (৫৫) গোপালপুর খাদুলী গ্রামের সামাদ মুন্সীর ছেলে রানডিলা আতাউল্লাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম (৫৫), দেউড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এড. মাহবুুবুর রহমান মোমিন (৩৭), ধেরুয়াহাটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে ব্যবসায়ী আল আমিন (৫২) .ধেরুয়াহাটি গ্রামের মোনছের আলীর ছেলে ব্যবসায়ী রতন সরকার (৪৭), খাদুলি গ্রামের আমজাদ হোসনের ছেলে রাকিব (৪৮), কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পীরহাটি গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে তোতা মিয়া (৫৪), অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে সোহেল রানা(৪৩),  খাদুলি গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮), এবং বগুড়া সদরের নারুলী এলাকার মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বাজারস্থ পিরহাটি গ্রামের আজগর আলীর ছেলে ইমনের চৌচালা একটি ঘরে জুয়ার আসর থেকে ১১ জনকে  গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও ৪৪হাজার ৫শ’ ২০ টাকা জব্দ করা হয়েছে।গ্রেপ্তরকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট