ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৫:১৭ বিকাল

দুই মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

দুই মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার প্রায় পাঁচশ’ শ্রমিক। 

শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে তারা অবস্থান নিয়ে এই বিক্ষোভ করছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের এপ্রিল মাসসহ মোট দুই মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে তারা কারখানায় এসে দেখেন, ভেতরের গেটে তালা ঝুলিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কারখানার এক শ্রমিক নাজমুল হাসান বলেন, ‘‘চলতি মাসসহ দুই মাসের বেতন এখনো পাইনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছি।’’  

আরেক শ্রমিক মামুন বলেন, ‘‘ভেতরে প্রবেশ করে দেখি কারখানায় তালা ঝুলানো। সামনে ঈদ, আমরা চলব কীভাবে?’’  

আরও পড়ুন

এ বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।’’  

বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল কারখানায় পৌঁছায়। শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ জানান, শ্রমিকদের দাবি সম্পর্কে অবগত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিল বকেয়া থাকায় কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বলে তিনি জানান। তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গেবৈঠকে বসেছে এনসিপি

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

সাংবাদিক উপস্থিতি যথাযথ না হওয়ায় ফারুকীর সম্মেলন স্থগিত

প্রবাসীদের রেমিট্যান্স সহজে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার সুযোগ সৃষ্টি করা হয়েছে : বগুড়ায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা