ট্রেবল জয়ের পথে পিএসজি, ফ্রেঞ্চ কাপে রেইমসকে হারালো এনরিক বাহিনী

স্পোর্টস ডেস্ক : মৌসুমটা দারুন ছন্দেই কাঁটছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজির। লুইস এনরিকের দলটি লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে জানান দিচ্ছিলো এবার কিছু করে দেখানোর সময় এস গেছে। সেই ধারাবাহিকতায় ফ্রেঞ্চ কাপে রেইমসকে ৩-০ গোলে হারিয়ে ঘরোয়া ডাবল নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি। এখন চোখ ইউরোপিয়ান সেরার লড়াইয়ে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই বাজিমাত। প্রথম ফ্রেঞ্চ দল হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে সাবেক কিলিয়ান এমবাপের ক্লাবটি।
এখন পর্যন্ত মাত্র ১০টি ক্লাব ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং ইউরোপিয়ান কাপ—এই তিনটি শিরোপা একই মৌসুমে জয়ের কীর্তি গড়েছে। আগামী শনিবার মিউনিখে ইন্টার মিলানকে হারাতে পারলেই পিএসজি হবে তালিকার ১১তম ক্লাব।
এপ্রিলের শেষ দিকে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পর ফ্রেঞ্চ কাপের দিকে নজর ছিলো লুইস এনরিকের দলের।
স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচের শুেু থেকেই খুরধার আকমণ চালায় পিএসজি। ১৬ মিনিটে ব্র্যাডলি বারকোলার মাটি কামরানো শটে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। আর গোলদুটির সহোযোগীতায় ছিলেন তরুণ তারকা ফরোয়ার্ড ডিজায়ার দুয়ে।
প্রথমার্ধের শেষ দিকে আশরাফ হাকিমি ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
আরও পড়ুনবিরতির পর পিএসজি আকমণের ধার বাড়ালেও রক্ষণ জাল খুজে পায়নি। শেষমেষ ৩-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
এই জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকা পিএসজি’র লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্ব। কোচ লুইস এনরিক সামনেও আছে ইতিহাস গড়ার সুযোগ—যদি তিনি ট্রেবল জেতেন, তাহলে পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়বেন।
এনরিকে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ট্রেবল জিতেছিলেন।
গার্দিওলা প্রথম কোচ হিসেবে ২০০৯ সালে বার্সেলোনা এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে দুইবার ট্রেবল জয়ের নজির গড়েছেন।
মন্তব্য করুন