ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

ফরিদপুরে ১০ মাস আগে লু থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

ফরিদপুরে ১০ মাস আগে লু থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নিউজ ডেস্ক:   ফরিদপুরের সদরপুর থানা থেকে প্রায় ১০ মাস আগে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় প্রশিকা এনজিওর কার্যালয়ের গেট সংলগ্ন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। 


শটগানটি শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানান, শনিবার (২৪ মে)  রাতুল ও আনিস নামে দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় থানায় হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটে জড়িত ছিল। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কালিখোলা মোড়ে অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করে।

আরও পড়ুন


ওসি নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলার সময় সদরপুর থানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র লুট হয়। এ ঘটনার পর পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। গ্রেপ্তার দুই ব্যক্তির তথ্যের সূত্র ধরে একটি শটগান উদ্ধার করা সম্ভব হলেও বাকি অস্ত্রগুলো এখনো পাওয়া যায়নি। 

তিনি আরো বলেন, ‘‘যদি কেউ লুট হওয়া অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়, তবে তাকে পুরস্কার দেয়া হবে।”
পুলিশ বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বলে জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট