ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

মনঃকষ্ট নিয়েই টিসিবি’র পণ্য কিনছেন সাধারণ মানুষ

মনঃকষ্ট নিয়েই টিসিবি’র পণ্য কিনছেন সাধারণ মানুষ, ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়াতেও ট্রাকে করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ২২ মে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত। ভ্রাম্যমাণ ট্রাকগুলো থেকে তেল, চিনি ও ডাল বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি পণ্যেরই দাম এবার বেশি।

টিসিবি’র দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে, আর বর্তমানে চিনির কেজি পড়ছে ৮৫ টাকা। ৬০ টাকার মসুরের ডালে ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং ১০০ টাকা লিটারের তেলের দাম পড়ছে ১৩৫ টাকা।

টিসিবি’র পণ্যের দাম বাড়ায় মনঃকষ্ট নিয়েই লাইনে দাঁড়িয়ে তেল-চিনি-ডাল কিনছেন সাধারণ ভোক্তারা। তারা বলছেন, বাজার মূল্যের চেয়ে টিসিবি পণ্যের দামের বেশি তারতম্য না থাকলে তা নিম্ন আয়ের মানুষের কোনো কাজে আসবে না। দাম কমানোর দাবি জানিয়ে টিসিবি পণ্যের ক্রেতারা বলছেন, সরকার তো আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে ব্যবসা করছে না যে দাম বাড়াতে হবে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্যই তো টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। তাহলে দাম কেন বাড়ল, এই দাম না বাড়ালে কী সরকারের চলতো না।

আরও পড়ুন

জানতে চাইলে টিসিবি ডিলার সমিতির সাধারণ সম্পাদক মেসার্স রহমান ট্রেডার্সের আব্দুর রহমান জানান, প্রতিটি ভ্রাম্যমাণ ট্রাক থেকে প্রতিদিন ৪শ’ জনকে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিজন ৫১৫ টাকা দিয়ে দুই লিটার তেল, দুই কেজি মসুরের ডাল এবং এক কেজি চিনি কিনতে পারছেন। তিনি আরও বলেন, টিসিবি পণ্যের দাম বাড়ায় মানুষ কিছুটা মনঃকষ্টে আছেন। কারণ, লাইনে দাঁড়িয়ে যারা পণ্য কিনছেন তারা নিম্ন আয়ের মানুষ, বর্তমানে যে প্যাকেজ বিক্রি হচ্ছে তাতে গতবারের তুলনায় ১৪০ টাকা বেশি গুণতে হচ্ছে।  

জানতে চাইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন বলেন, বগুড়া শহরে ১০টি ট্রাকে করে এবার পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন চার হাজার মানুষ এই সুবিধা পাচ্ছেন। কুরবানির ঈদ উপলক্ষ্যে চালু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এই কর্মকর্তা আরও বলেন, ভ্রাম্যমাণ ট্রাক সেলে বাড়তি দাম যোগ হলেও, ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য কিনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট