সেবার জন্য পুলিশ, মামলা দেওয়ার জন্য নয় -ডিআইজি আজাদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার গাড়িদহ হাইওয়ে ক্যাম্পে বগুড়া রিজিওনের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার ডিআইজি (অপারেশন পশ্চিম) আবুল কালাম আজাদ। তিনি বলেন, সেবার জন্য পুলিশ, মামলা দেওয়ার জন্য নয়।
ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা-বগুড়া-রংপুর হাইওয়ে মহাসড়ক যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে অপরাধেরর পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আসন্ন ঈদুল আযহায় যাত্রী ভোগান্তি রোধ করে, ঈদ নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ যেমন নিরলস পরিশ্রম করবে, তেমনি বাসের চালক, হেলপার, সিএনজি চালক, ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও হোটেলসমূহের মালিকদেরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুনহাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই নূর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, বগুড়া জেলা মোটর মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ।
মন্তব্য করুন