ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ১০ কেজি গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে ১০ কেজি গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২, প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা।

আজ সোমবার (২৬ মে) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী শ্যামলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ নামক দু’টি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলো-কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রামের ফজলুল খানের ছেলে সাইফুল খান (৩২) ও নওগাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৪৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদককের চালান আসছে।

আরও পড়ুন

এমন সংবাদেরভিত্তিতে আজ সোমবার (২৬ মে) বেলা ১১টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করাকালে নওগাঁগামী একটি কোচ তল্লাশি করে বাসের সিটে বসে থাকা সাইফুল খানকে আটক ও তার হেফাজতে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া অপর একটি বাসের যাত্রী খাইরুল ইসলামকে তল্লাশি করাকালে তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু