ভিডিও বুধবার, ২৮ মে ২০২৫

ময়মনসিংহে ভাবি ও মুক্তিযোদ্ধাকে জবাই হত্যা করলো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

গ্রেফতার সাইদুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভাবিকে গলা কেটে ও একজন বীর মুক্তিযোদ্ধাকে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাইদুল ইসলামকে গ্রেফতার করে।

নিহতরা হলেন ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২) ও মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলি আশু (৭০)। হাফেজা আক্তার সম্পর্কে সাইদুল ইসলামের ভাবি হন।

আরও পড়ুন

অপরদিকে আহতরা হলেন, একই গ্রামের আব্দুস সামাদ (৩৫), তার ভাই সাকিম (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) ও জেবুন নাহার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন সাইদুল ইসলাম। বিকেলে বাড়ির পাশের হাফেজা আক্তার হাতে কাঁচি নিয়ে গরুর জন্য ঘাস তুলতে যান। এসময় সাইদুল হাতের কাঁচি কেড়ে নিয়ে হাফেজাকে জবাই করে হত্যা করেন। কিছুক্ষণ পর বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। একই সময় আব্দুস সামাদ, সাকিম, বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার ও জেবুন নাহারকেও আহত করেন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন ওয়াসিম

 শেফিল্ডকে বিদায় জানানোর সময় ভাগ্যকে দুষলেন হামজা

ময়মনসিংহে ভাবি ও মুক্তিযোদ্ধাকে জবাই হত্যা করলো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ