সিলেটে রাজাগঞ্জ ইউনিয়ন শ্রমিক সভাপতিকে হত্যা

নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতিকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত শিহাব উদ্দিন (৩৮) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চার ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুনকানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমদ অভিযোগ করেছেন, শিহাব উদ্দিনের ওপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন