শেরপুরে উপদেষ্টার সফরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে সফরের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলাটি করেন। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে ৩০-৪০ জনকে।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় সাংবাদিকদের ওপর হামলা হয়। এতে ছয় সাংবাদিক আহত হন।
এদিকে, ওই ঘটনায় আজ বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সরেজমিনে এসেছি এবং বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এসময় তার সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, “অপরাধীদের কোনো দল নেই, জাত নেই, ধর্ম নেই। যারা প্রকাশ্যে সাংবাদিকদের ওপর বিনা কারণে হামলা করেছে তাদের শাস্তি হতে হবে। একজন উপদেষ্টার সফরকে বিতর্কিত করার পেছনে কাদের ইন্ধন রয়েছে তাদের বের করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারসহ বিচার দাবি করছি।”
মন্তব্য করুন