ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

শিবচরে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিবচরে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচরে প্রাইভেটকারে করে ইয়াবা বহনের সময় জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় হাজার আটশ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
 
গতকাল শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জুয়েল ফরাজী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদারীপুরগামী একটি সাদা প্রাইভেটকারে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতরে থাকা জুয়েল ফরাজীর কাছ থেকে ছয় হাজার আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করা হয় এবং প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
 
এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলাম বলেন, “গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা