ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামক স্থানে শাহ-ফতেহ আলী পরিবহনের একটি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফরিদ হোসেন নওগাঁর পোরশা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১ জুন) সকাল সাড়ে ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

আরও পড়ুন

এ সময় ঢাকা হতে ছেড়ে আসা নওগাঁগামী ওই বাসে তল্লাশি করে বাসের সিটে বসে থাকা যাত্রী ফরিদ হোসেনকে আটকের পর তল্লাশিকালে তার হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন