ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ঘরের ভেতরে ঢুকে মায়ের পাশে ঘুমন্ত শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোয়াজ্জেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (১ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন। ব্যবসায়ী মোয়াজ্জেল হোসেন উপজেলা সদরের পাকুড়ীহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে ওই গ্রামের মুদি ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়ীহাটা গ্রামের এক ইটভাটা শ্রমিকের মেয়ে (১৩) শারীরিক ও বাকপ্রতিবন্ধী। মেয়েটি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী। ওই শ্রমিক গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী নলডাঙ্গা গ্রামে ওরশ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় ঘরের ভেতর ওই শ্রমিকের স্ত্রী ও প্রতিবন্ধী মেয়ে ঘুমিয়ে পড়েন।

এ অবস্থায় রাত সাড়ে ১১টায় ব্যবসায়ী মোয়াজ্জেল হোসেন কৌশলে টিনসেড ঘরের দরজা খুলে ভেতর প্রবেশ করে বিছানায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণচেষ্টা করে। এসময় কিশোরীর মা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করতে থাকেন। তখন প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে মোয়াজ্জেল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার বুলবুল বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে- প্রধান প্রকৌশলী, পাউবো

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হিজড়া মালেকা বোঝা নন, ছাগল পালনে স্বাবলম্বী

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের জমির বীজতলা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত