ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঈদে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন রূপে

ঈদে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন রূপে

গত এক দশকের সবচেয়ে আলোচিত সিরিজ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। টিভি দিয়ে শুরু হয়ে সিরিজটির চারটি সিজন মাত করেছিলো ইউটিউব চ্যানেলেও। ঈদুল আজহা উপলক্ষে পঞ্চম সিজন শুরু হতে যাচ্ছে এই জনপ্রিয় কমেডি-ড্রামা সিরিজের।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (১ জুন) বিকালে রাজধানীর একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে হাজির হচ্ছেন।

নির্মাতার ভাষায়, ‘‘দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর সিজন ৫ নিয়ে আসছি।’’ 

 

নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, লামিমা ল্যামসহ অনেকে। সঙ্গে ছিলেন নির্মাতা অমিসহ প্রযোজক মুশফিকুর রহমান। 

সংবাদ সম্মেলনে অমি জানান, এবারের সিজনে তিনিও থাকছেন অন্যতম প্রযোজক হিসেবে। যা একযোগে সম্প্রচার হবে টিভি, ওটিটি ও ইউটিউবে। ঈদের দিন একসঙ্গে নতুন ৮ পর্ব দেখা যাবে বঙ্গ অ্যাপে।

 

দেখতে হলে ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ পর্ব প্রকাশ হবে।

একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব রিলিজ পাবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম পর্ব দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় পর্ব প্রকাশ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে।

আরও পড়ুন

এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

১২০ পর্বে নির্মিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

অমি বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ অনেক বড় একটি সিরিজ। সচরাচর ওয়েব সিরিজের পর্ব হয় ৬-৮ পর্ব কিন্তু এটাকে আমরা নিয়ে আসছি ১২০ পর্বে। যেমনটা আগে কখনও বাংলাদেশে হয়নি। এই প্রজেক্ট দিয়ে আমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে। সবার ভালোবাসা চাই নতুন এই যাত্রায়, যেন আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি।’’

যোগ করে তিনি বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ পর্যন্ত আমি নির্মাণ করেছিলাম ইউটিউব প্যাটার্নে, কিন্তু নতুন সিজনটা বানিয়েছি ওটিটি প্যাটার্নে। দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না বলেই বড় পরিসরে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্রিত করে নিজে প্রযোজনা করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।’’ 

ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে ফ্রি-তে দেখা যেত। কিন্তু সিজন ৫ কেন ওটিটি-তে সাবস্ক্রাইব করে দেখতে হবে? এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’ 

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব