ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

জেনেভা ক্যাম্পে অভিযানে আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০

জেনেভা ক্যাম্পে অভিযানে আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০, ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।অভিযানের বিষয়ে সেনা কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেনেভা ক্যাম্পে মাদকের একটি বড় চালান রয়েছে। সেই তথ্য অনুযায়ী চারটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা টাকাসহ সব আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তারা আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো মানুষ মনে করে শেখ হাসিনার রাজনীতি ছিল খারাপ রাজনীতি: সাইয়েদ আব্দুল্লাহ | Daily Karatoa

বগুড়ার শাজাহানপুরে বসেনি ‘বসন বুড়ি মেলা’: তবে মেলার আদলে হয়েছে কামারপাড়া বড়হাট | Daily Karatoa

নওগাঁ পোরশায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ঢাবি স্টাফ কোয়ার্টারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের হরিয়ানায় বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতনের অভিযোগ

মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে সবই তো রেকর্ডেড: ফারুকী