ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রতীকী ছবি

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বসিলা, ধানমন্ডি হাউজিং থানার হাজারীবাগ ডিএমপির ঢাকার রফিকুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ (২৪) ও চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সোলায়মান (২৭)।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলার জোতপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন মানুষের চোখ আড়াল করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে রাতেই চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুধু এ পার না, আমরা খুব শীঘ্রই নদীর ওপারেও অভিযান চালাবো মাদকদ্রব্য বিষয়ক ডিএনসিদের নিয়ে। অভিযানে চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান, মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গুলি করে হত্যা

বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

চুক্তির সাথে বেতনও বাড়লো সালাউদ্দিনের

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪