ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ, ছবি:প্রতিকী ।

স্টাফ রিপোর্টার : বগুড়া থেকে শহীদ এম. মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

রেলপথ মন্ত্রাণালয়ের উপ-সচিব মো. শফিউর রহমানের ১৬ জুন সইকৃত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বগুড়া হতে শহীদ এম. মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ হতে মূলধন ব্যয় খাতের ‘ভূমি অধিগ্রহণ’ বাবদ অর্থ অবমুক্তকরণ করা হলো। 

আরও পড়ুন

ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দের ফলে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে যমুনা রেলসেতু পার হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হলে তা বগুড়াসহ উত্তরাঞ্চলবাসীর জন্য এক নতুন সম্ভাবনা দুয়ার খুলে দেবে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ অঞ্চলের মানুষ বগুড়া-ঢাকা সরাসরি রেল যোগাযোগ থেকে বঞ্চিত ছিল বলে মনে করেন সাধারণ মানুষ।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা