ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত শেখ আমির হোসেন (৫৫)। বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ জুন শেখ আমির হোসেন কিডনিজনিত সমস্যা নিয়ে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বুধবার (১৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ জুন আমির হোসেন পেটে ব্যথা নিয়ে হাসপাতালের মডেল ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার নতুন করে জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। তবে আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় তিনি মডেল ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের সদস্যরা তাকে সেখানে নিয়ে যান। সেখানেই চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করানো হয় এবং ফলাফল পজিটিভ আসে। বুধবার ভোরে তিনি মারা যান।
এর আগে একজন নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন